সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি;ঝালকাঠিতে মানববন্ধনে নেতৃবৃন্দ

অন্যান্য

বিশেষ প্রতিবেদন :
ঝালকাঠি, শুক্রবার, ১৭ জুন,২০২২: দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন ঘটনা বাড়ছে। সাংবাদিক সুরক্ষায় কোন আইন না থাকায় নির্যাতনের মাত্রা যেন বেড়েই চলছে। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন জরুরী হয়ে উঠেছে। কথায় কথায় সাংবাদিক নির্যাতন চলছে,বাড়ছে মামলা হয়রানীর মাত্রাও।

গত মঙ্গলবার রাজধানীর গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের ওপর মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে শুক্রবার সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর একথা বলেছেন।

এসময বক্তব্য রাখেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সম্পাদক শফিউল আজম টুটুল, বিএমএসএফ জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, যুগ্ম- সম্পাদক বশির আহম্মেদ খলিফা ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক পিন্টু, রাজাপুর প্রেসক্লাবের সদস্য সাইদুল ইসলাম ফরাজী, খায়রুল ইসলাম পলাশ, বিএমএসএফ নেতা ইমাম বিমান, রিয়াজ মোরশেদ, এমরান হোসেন আদনান ও এইচ এম নবীন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি কামরুল হাসান মুরাদ।

সমাবেশে নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বন্ধে সুরক্ষা আইন প্রণয়নের দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published.