বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার কুমিল্লার শিব নারায়ণ আর নেই

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার ও এক সময়ের জাসদ নেতা মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস আর নেই।
আজ ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শিবনারায়ণ দাসের গ্রামের বাড়ি কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায়। তিনি ১৯৭০ এর সালে শিবনারায়ণ দাস নিপুণ হাতে মানচিত্রটি এঁকে দেন লাল বৃত্তের মাঝে। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নির্দেশে পটুয়া কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার নতুন রূপ দেন।

১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাসের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

Leave a Reply

Your email address will not be published.