কুমিল্লা সদর দক্ষিনে লকডাউনে ত্রাণ এবং অভিযান দু’টোই চলছে

অন্যান্য

মামুন মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিনে চলমান লকডাউনে সোমবার (৫জুলাই) জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি নির্দেশনা পালনে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনার পাশাপাশি দরিদ্র-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান উপহার বিতরণ করছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ ও মানবিক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু এ অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান,স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে, সেই সাথে প্রধানমন্ত্রীর ত্রান উপহার হতদরিদ্র-অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরন অব্যাহত থাকবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু জানান,করোনাভাইরাসের বিস্তার গোটা বিশ্বকে মানবিক সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।যার ফলে গরিব লোকদের পক্ষে কাজ ছাড়া হাত গুটিয়ে ঘরে বসে থেকে নিজের ও পরিবারের খাবার জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।সেজন্য অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করছি।

Leave a Reply

Your email address will not be published.