লকভাউন বিরোধীদের বিকল্প শাস্তির প্রস্তাব

অন্যান্য

জিএম জাহিদ হোসেন টিপু :
বাংলাদেশে করোনা ভাইরাসের ২য় ঢেউ মারাত্বক আকার ধারন করেছে ৷ দুর্যোগ , মহামারী সহ সকল ক্ষেত্রে সরকারের দায়িত্ব জনগনের জানমালের হেফাজত করা ৷ রোগতত্ব বিষেশজ্ঞ , স্বাস্থ্য বিষেশজ্ঞ, বুদ্ধিজীবিরা সর্বসম্মত একমত হন যে ,করোনা ভাইরাস থেকে রেহাই পেতে সামাজিক দূরত্ব, মাস্কপরা, লকডাউনের কোন বিকল্প নাই ৷ লকডাউনে সর্বস্তরের মানুষ অর্থনৈতিক ক্ষতির সমুক্ষিম হচ্ছেন ৷ সরকার সামর্থ অনুযায়ী প্রনোদনা,অর্থ ও খাদ্য সহায়তা দিচ্ছেন ৷ কিন্ত কিছু সংখ্যক লোক যারা ফকিরকে ভিক্ষা দেয়না, ৫টাকা বেশী ভাড়া চাওয়ায় রিক্সাওয়ালাকে চড়থাপ্পড় দিতে দেরী করেনা , ২টাকা বেশী চাওয়ায় গন পরিবহনের ড্রাইভার কন্ট্রাকটরকে গনপিটুনি দেয় ৷ এই ধরনের লোকজন ফেসবুকে কমেন্টস এ জনগনকে এই মর্মে বিভ্রান্ত করে লকডাউন দিয়ে সরকার নাকী গরীব মারা ব্যাবস্থা করেছে ৷ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিলে তারা মায়াকান্না করে সরকার বিরোধী প্রচারনায় লিপ্ত ৷ এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে করোনা রোগীর সাথে বেধে রাখা অথবা বাধ্যতামূলক করোনা রোগীর সেবায় নিয়োজিত রাখতে বাধ্য করার প্রস্তাব করছি ৷

Leave a Reply

Your email address will not be published.