২০২১ সালে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে – সংসদকে ওবায়দুল কাদের

জাতীয়

ডেস্ক রিপোর্ট :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের জুন মাস থেকে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সেতুটিতে ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে বাকি ২১টি ট্রাস স্থাপন হবে।

ওবায়দুল কাদের বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে মূল সেতুর কাজের ভৌত অগ্রগতি ৮৫ দশমিক ৫ শতাংশ এবং নদীশাসন কাজের অগ্রগতি ৬৬ শতাংশ। ২০২১ সালের জুন মাসে এ সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বাস্তবায়নাধীন উত্তরা-মতিঝিল মেট্রোরেলের সার্বিক অগ্রগতি (ডিসেম্বর ২০১৯) ৪০ দশমিক শূন্য ২ শতাংশ বলেও মন্ত্রী প্রশ্নের জবাবে জানান।

Leave a Reply

Your email address will not be published.