সাভার‌ ‌পৌরসভার‌ ‌নবনির্বাচিত‌ ‌মেয়র‌ ‌ও‌ ‌কাউন্সিলরদের‌ ‌জমকালো‌ ‌সংবর্ধনা‌ ‌

অন্যান্য

মোঃ রিপন মিয়া :
সাভার‌ ‌পৌরসভার‌ ‌নবনির্বাচিত‌ ‌মেয়র‌ ‌হাজী‌ ‌আব্দুল‌ ‌গণি‌ ‌ও‌ ‌কাউন্সিলরদের‌ ‌সংবর্ধনা‌ ‌দিয়েছে‌ ‌পৌরসভার‌ ‌কর্মকর্তা‌ ‌ও‌ ‌কর্মচারীবৃন্দ।‌ ‌মঙ্গলবার‌ ‌সন্ধ্যায়‌ ‌পৌরসভার‌ ‌সামনে‌ ‌এই‌ ‌জমকালো‌ ‌সংবর্ধনা‌ ‌অনুষ্ঠান‌ ‌অনুষ্ঠিত‌ ‌হয়।‌ ‌সংবর্ধনা‌ ‌সভায়‌ ‌পৌরসভার‌ ‌প্রধান‌ ‌নির্বাহী‌ ‌কর্মকর্তা‌ ‌সরফউদ্দিন‌ ‌চৌধুরীর‌ ‌সভাপতিত্বে‌ ‌অনুষ্ঠানে‌ ‌প্রধান‌ ‌অতিথি‌ ‌হিসেবে‌ ‌উপস্থিত‌ ‌ছিলেন‌ ‌দুর্যোগ‌ ‌ব্যবস্থাপনা‌ ‌ও‌ ‌ত্রাণ‌ ‌প্রতিমন্ত্রী‌ ‌ডা.‌ ‌এনামুর‌ ‌রহমান।‌ ‌
বিশেষ‌ ‌অতিথি‌ ‌হিসেবে‌ ‌উপস্থিত‌ ‌ছিলেন‌ ‌সাভার‌ ‌উপজেলা‌ ‌পরিষদের‌ ‌চেয়ারম্যান‌ ‌ও‌ ‌উপজেলা‌ ‌আওয়ামী‌ ‌লীগের‌ ‌সাধারণ‌ ‌সম্পাদক‌ ‌মঞ্জুরুল‌ ‌আলম‌ ‌রাজীব,‌ ‌সাভার‌ ‌সার্কেলের‌ ‌অতিরিক্ত‌ ‌পুলিশ‌ ‌সুপার‌ ‌আবদুল্লাহিল‌ ‌কাফি,আশুলিয়া‌ ‌থানা‌ ‌আওয়ামী‌ ‌লীগের‌ ‌আহবায়ক‌ ‌ফারুক‌ ‌হাসান‌ ‌তুহিন,‌ ‌ঢাকা‌ ‌জেলা‌ ‌যুবলীগের‌ ‌সাধারণ‌ ‌সম্পাদক‌ ‌মিজানুর‌ ‌রহমান‌ ‌মিজান,‌ ‌দুর্যোগ‌ ‌ব্যবস্থাপনা‌ ‌ও‌ ‌ত্রাণ‌ ‌প্রতিমন্ত্রীর‌ ‌সহধর্মীনী‌ ‌ডাঃ‌ ‌ফরিদা‌ ‌হক,‌ ‌সাভার‌ ‌মডেল‌ ‌থানার‌ ‌ওসি‌ ‌এ‌ ‌এফ‌ ‌এম‌ ‌সায়েদ,‌ ‌পাথালিয়া‌ ‌ইউনিয়নের‌ ‌চেয়ারম্যান‌ ‌পারভেজ‌ ‌দেওয়ান,‌ ‌উপজেলা‌ ‌ভাইস‌ ‌চেয়ারম্যান‌ ‌সাহাদাত‌ ‌হোসেন‌ ‌খান,‌ ‌বিরুলিয়া‌ ‌ইউনিয়নের‌ ‌চেয়ারম্যান‌ ‌সাইদুর‌ ‌রহমান‌ ‌সুজন,‌ ‌পৌরসভার‌ ‌তত্ত¡াবধায়ক‌ ‌প্রকৌশলী‌ ‌শরীফুল‌ ‌ইমাম,‌ ‌পৌরসভার‌ ‌প্রধান‌ ‌হিসাব‌ ‌রক্ষক‌ ‌কর্মকর্তা‌ ‌সামছুদ্দীন,‌ ‌সচিব‌ ‌আবদুর‌ ‌রব‌ ‌শিকদার‌ ‌প্রমুখ।‌ ‌
কাউন্সিলরদের‌ ‌মধ্যে‌ ‌সম্বর্ধিত‌ ‌হয়েছেন,‌ ‌‌সাধারণ‌ ‌ওয়ার্ডের‌ ‌কাউন্সিলর‌ ‌নজরুল‌ ‌ইসলাম‌ ‌মানিক‌ ‌মোল্লা,‌ ‌নূরে‌ ‌আলম‌ ‌সিদ্দিকী‌ ‌নিউটন,‌ ‌আব্দুস‌ ‌সাত্তার,‌ ‌সেলিম‌ ‌মিয়া,‌ ‌সানজিদা‌ ‌শারমিন‌ ‌মুক্তা,‌ ‌আব্দুর‌ ‌রহমান,‌ ‌রমজান‌ ‌আহম্মেদ,‌ ‌মশিউর‌ ‌রহমান‌ ‌খান‌ ‌সম্রাট‌ ‌ও‌ ‌আনিসুজ্জামান‌ ‌খান‌ ‌মুরাদ।‌ ‌এছাড়া‌ ‌সংরক্ষিত‌ ‌নারী‌ ‌কাউন্সিলর‌ ‌ইয়াসমিন‌ ‌আক্তার‌ ‌সাথী,‌ ‌মিসেস‌ ‌ডারফিন‌ ‌আক্তার‌ ‌ও‌ ‌সুলতানা‌ ‌রাজিয়া।‌ ‌ ‌
সভায়‌ ‌প্রধান‌ ‌অতিথি‌ ‌‌দুর্যোগ‌ ‌ব্যবস্থাপনা‌ ‌ও‌ ‌ত্রাণ‌ ‌প্রতিমন্ত্রী‌ ‌ডা.‌ ‌এনামুর‌ ‌রহমান‌ ‌নির্বাচিত‌ ‌জনপ্রতিনিধিদের‌ ‌উদ্দেশ্যে‌ ‌বলেন‌ ‌পৌর‌ ‌নাগরিকগণ‌ ‌যাতে‌ ‌সুবিধা‌ ‌পান‌ ‌সেই‌ ‌লক্ষ্যে‌ ‌প্রত্যেকে‌ ‌কাজ‌ ‌করবেন।‌ ‌আমার‌ ‌সার্বিক‌ ‌সহযোগিতা‌ ‌থাকবে।‌ ‌লোক‌ ‌দেখানো‌ ‌উন্নয়ন‌ ‌যেন‌ ‌না‌ ‌হয়।‌ ‌অবকাঠামো‌ ‌যা‌ ‌নির্মাণ‌ ‌করবেন‌ ‌যেন‌ ‌৫০ থেকে ১০০‌ ‌বছর‌ ‌টেকসই‌ ‌হয়।‌ ‌প্রকল্প‌ ‌গ্রহণে ‌আমার‌ ‌সহায়তা‌ ‌যখনই‌ ‌দরকার‌ ‌হবে‌ ‌বলবেন‌ ‌।‌ ‌
তিনি আরও বলেছেন, প্রধান‌মন্ত্রী‌ ‌আমার‌ ‌মন্ত্রনালয়ের‌ ‌জন্য‌ ‌২২শ’‌ ‌৭৫‌ ‌কোটি‌ ‌টাকা‌ ‌বাজেট‌ ‌দিয়েছেন।‌ ‌দেশে‌ ‌বর্তমান‌ ‌রিজার্ভ‌ ‌৪৪‌ ‌বিলিয়ন‌ ‌ডলার।‌ ‌প্রধান‌ মন্ত্রীর‌ ‌নেতৃত্বে‌ ‌দেশ‌ ‌এগিয়ে‌ ‌যাচ্ছে।‌

মন্ত্রী‌ ‌বলেন‌ ‌দেশে‌ ‌অর্থের‌ ‌কোন‌ ‌অভাব‌ ‌নেই।‌ ‌আপনারা‌ ‌কাজ‌ ‌করে‌ ‌যাবেন।‌ ‌কাজ‌ ‌পাশ‌ ‌করার‌ ‌দায়িত্ব‌ ‌আমার।‌ ‌অনেক‌ ‌ধনী‌ ‌দেশের‌ ‌চেয়ে‌ ‌বাংলাদেশের‌ ‌অবস্থা‌ ‌ভালো।‌ ‌বিশ্বে‌ ‌করোনা‌ ‌মহামারি‌ ‌মোকাবিলায়‌ ‌ভূমিকা‌ ‌রাখায়‌ ‌দেশের‌ ‌অবস্থা‌ ‌অগ্রভাগে‌ ‌আছে।‌ ‌তিনি‌ ‌বলেন‌ ‌আমি‌ ‌গত‌ ‌৭‌ ‌তারিখ‌ ‌টিকা‌ ‌নিয়েছি।‌ ‌আপনারাও‌ ‌নিবেন।‌
‌অনুষ্ঠানে‌ ‌এক‌ ‌পর্যায়ে‌ ‌পৌর‌ ‌ভবনের‌ ‌ছাদ‌ ‌থেকে‌ ‌বর্ণিল ‌আতশবাজীর‌ ‌উৎসব‌ ‌করা‌ ‌হয়।‌ ‌অনুষ্ঠানের‌ ‌শেষ‌ ‌পর্বে‌ ‌মনোজ্ঞ‌ ‌সাংস্কৃতিক‌ ‌অনুষ্ঠানে‌ ‌আমন্ত্রিত‌ ‌শিল্পীগন‌ ‌সংগীত‌ ‌পরিবেশন‌ ‌করে‌ ‌দর্শক‌ শ্রোতাদের‌ ‌মাতিয়ে‌ ‌তোলেন।

Leave a Reply

Your email address will not be published.