সাংবাদিক মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় সাংবাদিক নেতৃবৃন্দ একথা বলেন।
গত৩০ মার্চ বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও পরিচিতি সভায় বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভোধন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। তিনি তাঁর বক্তব্যে মফস্বল সাংবাদিকদের অনুদান প্রাপ্তির ক্ষেত্রে বিএমএমএফ সদস্যদের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরী বিএমএসএফ ঘোষিত ১৪ দফার প্রতি সমর্থন জানিয়ে দাবি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা কামনা করেন।

বিএমএসএফ এর নব নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানকে ১৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর বলেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি আইনে নিবন্ধিত যাহার নং ০৬/২০২২ এবং সংগঠনের লোগো শিল্প মন্ত্রণালয় ও কপিরাইট অধিদপ্তর কর্তৃক সনদ প্রাপ্ত সাংবাদিক সেবামূলক প্রতিষ্ঠান। সাংবাদিকদের স্বার্থপরিপন্থী কেউ সংগঠনের নাম, লোগো ব্যবহারের সুযোগ নেই। সংগঠন পরিপন্থী এবং রাক্ষুসে সাংবাদিকদের চিহ্নিত করে তাদের সম্পর্কে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

পরিচিতি সভা উপলক্ষে গত দুদিন ধরে সারা বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, কেন্দ্রীয়, স্থায়ী কমিটির পদচারণায় বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় ও জাতীয় প্রেসক্লাব চত্ত্বর মুখরিত হয়ে ওঠে।

সুবর্ণ জয়ন্তীর বক্তব্যে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের জন্য আত্মত্যাগের অসামান্য অবদানের স্বীকৃতি জাতি চিরদিন স্মরণ রাখবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে ১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পরিচয়পর্ব করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সিলেট জেলার কৃতি সন্তান, সততা আদর্শে আদর্শিক সাদাসিধে সহজসরল মানবতার কান্ডারী, উদীয়মান তরুন প্রজন্মের সাংবাদিকদের কান্ডারী, প্রতিবাদ আন্দোলনে যার সরব উপস্থিতি, রাজপথ লড়াকু সৈনিক (ক্রাইম নিউজ বিডি টুয়েন্টি ফোর ডটকম) অনলাইন পোর্টাল এর সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন কে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.