রাজশাহীতে কথিত ঈসা নবী পরিচয় দানকারী আটক করেছে পুলিশ

অপরাধ

সোহেল রানা – রাজশাহী থেকে :
রাজশাহীতে গীর্জায় পবিত্র কোরআন শরীফ রেখে পালিয়ে যাওয়া কথিত ঈসা নবীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুর ১২ টার দিকে যৌথ অভিযানে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। কথিত ঈসা নবী পরিচয়দানকারীর নাম গোলাম চৌধুরী। সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি জানান, বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারাই তার উদ্দেশ্য ছিল। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান। পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন। বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.