বাংলাদেশের আগেই পাকিস্তানে পৌঁছলো যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার ২৫ লাখ টিকা

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের আগেই পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার ২৫ লাখ টিকা। দেশটির
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় একথা নিশ্চিত করে এক টুইটে লিখেছেনঃ

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের মডার্না ভ্যাকসিনের ২৫ লাখ ডোজ বিতরণ করোনাভাইরাস পরিস্থিতিতে আমাদের স্থায়ী বন্ধুত্ব এবং সহযোগিতাকেই তুলে ধরে। আমরা এই মহামারীটি বিশ্বজুড়ে শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, সম্প্রতি টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা দেবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সূত্রে গণমাধ্যমক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, প্রথম চালান হিসেবে প্রায় ১২ লাখ ডোজ আসবে শুক্রবার এবং অবশিষ্ট ১৩ লাখ শনিবার।
এর আগে, মঙ্গলবার রাতে দেশে অষ্টম টিকা হিসেবে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

ওদিকে, ইকুয়েডরকে অনুদান হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম ১০ লাখ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

Leave a Reply

Your email address will not be published.