বগুড়া পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী

অন্যান্য

মুহাম্মদ মতিন খন্দকার টিটু :
বগুড়া পৌরসভা নিবাচনে মেয়র পদে বেসরকারি ভাবে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী রেজাউল করিম বাদশা ৮২,২১৭ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ মাার্কায় ভোট পেয়েছে ৫৬,০৯০। তৃতীয় স্থানে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি পেয়েছে ২০,০৮৯ ভোট,চতুর্থ স্হানে ইসলামী আন্দোলন এর হাতপাখা মার্কায় ভোট পেয়েছে ৬,১৯১।মোট গৃৃহীত ভোট ১,৬৫,১১২। ভোট প্রদানের হার ৫৯.৮৫% বগুড়া জেলা সিনিয়র নিবাচন কমকর্তা এস এম জাকির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া পৌরসভার কাউন্সিলর হলেন যারা- বগুড়া পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে ১নং ওয়ার্ডে (বিএনপি) শাহ্ মো: মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ড (বিএনপি) তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ড (আওয়ামীলীগ) কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, ৪নং ওয়ার্ডে (স্বতন্ত্র) মতিন সরকার, ৫নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) রেজাউল করিম ডাব্লুউ, ৬নং ওয়ার্ডে (বিএনপি) পরিমল চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে (বিএনপি) দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে (জামায়াত) এরশাদুল বারী এরশাদ, ৯নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) আলহাজ শেখ, ১০নং ওয়ার্ডে (আওয়ামীগ) আরিফুর রহমান আরিফ, ১১নং ওয়ার্ডে (স্বতন্ত্র) সিপার আল বখতিয়ার, ১২নং ওয়ার্ডে (বিএনপি) এনামুল হক সুমন, ১৩নং (আওয়ামীলীগ) আল মামুন, ১৪নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) এম আর ইসলাম রফিক, ১৫নং ওয়ার্ডে (স্বতন্ত্র) আমিনুর ইসলাম, ১৬নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) আমীন আল মেহেদী, ১৭নং ওয়ার্ডে (বিএনপি) ইকবাল হোসেন রাজু, ১৮নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকার, ১৯নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) লুৎফর রহমান মিন্টু, ২০নং ওয়ার্ডে (বিএনপি) রোস্তম আলী, ২১নং ওয়ার্ডে (জামায়াত) রুহুল কুদ্দুস ডিলু।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে যারা নির্বাচিত হলেন, ১,২,৩ নং ওয়ার্ডে (জামায়াতের) জোবাইদা বেগম, ৪, ৫,৬ নং ওয়ার্ডে (বিএনপির) হোসনে আরা স্বপনা, ৭.৮.৯ নং ওয়ার্ডে (আওয়ামীলীগের) হোসনে আরা হাসি, ১০, ১১, ১২ নং ওয়ার্ডে (বিএনপির) শহিনুর শানু, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে (জামায়াতের) শিরিন আক্তার, ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডে (আওয়ামীলীগের) স্বপ্না চৌধুরী ১৯,২০,২১ নং ওয়ার্ডে (জামায়াতের) মঞ্জুয়ারা খাতুন।

Leave a Reply

Your email address will not be published.