বগুড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি,না পেয়ে মৃত্যুর হুমকিঃ লক্ষাধিক টাকার মাল লুট

অন্যান্য

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় দিনের বেলায় দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তাকে মারপিট করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঐ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
বগুড়া শহরের ফতেহ আলী বাজার মেসার্স এস.এম এন্টার প্রাইজের মালিক শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মসলা ব্যবসায়ী সিহাব উদ্দিন জানান, গতকাল সোমবার বেলা ১১ টার দিকে তার ভ্যান চালক রায়হান ভ্যানযোগে সাদাএলাচ,জিরা,ইসুবগুলের ভুসিসহ অন্যান্য মালামাল বাড়ির গোডাউন হতে দোকানে নিয়ে যাচ্ছিল।এসময় একই এলাকার আলতাফ আলীর মুদিন দোকানের সামনে রবিন,বাচ্চু প্রামানিক,দুলু প্রামানিক,শহিদুল,তুহিন,মাসুদ,সংগ্রামসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্ত ভ্যানটিকে আটক করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে ব্যবসায়ী সিহাব সেখানে পৌছে চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তাকে মারপিট করে এবং সাদা এলাচ, জিরা ও ইসুবগুলের ভুসিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী সিহাব জানান, দুর্বৃত্তরা যাওয়ার সময় আমাকে (ব্যবসায়ীকে) বলে একা পেলে খুন জখম করে লাশ করতোয়া নদীতে ভাসাইয়া দিবে।পরে খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম ও এটিএস আই সাজ্জাদ ঘটনাস্থলে পৌছে কিছু মালামাল উদ্ধার করে। এব্যাপারে গতকাল সোমবার বিকেলে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এপ্রসঙ্গে মামলার তদন্তকারি কর্মকর্তা ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাস্থলে গিয়েছিলাম, এজাহার পেয়েছি।তদন্ত করছি।

Leave a Reply

Your email address will not be published.