করোনায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রাস্তাঘাট প্রায় ফাঁকাই এখন নিত্যদিনের চিএ

অন্যান্য

শাহ ফয়সাল কারীম :
কুমিল্লা জেলার অন্যতম ব্যস্ত এলাকা হচেছ পদুয়ার বাজার বিশ্বরোড। যে এলাকা যানবাহনের দীর্ঘ যানযট সৃষ্টি হতো, সে সড়কে আজ শুধুই হাতে গোনা দু’চারটা রিকশা ভ্যান। সড়কের দুপাশই প্রায় ফাঁকা। যেন বেমানান লাগছে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়।
নিত্যযানজটে পদুয়ার বাজার থেকে কান্দির পাড় আধাঘণ্টারও বেশি সময় নষ্ট হয়, সেখানে শুধু দু’চারটি ব্যাটারিচালিত রিকশা-ভ্যান দাপিয়ে বেড়াচ্ছে। জনশূণ্যে যেনো কুমিল্লা জেলা বড়ই বেমানান মনে হচ্ছে। পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তাঘাট প্রায় ফাঁকা। চার রাস্তার মোড়ে যানবাহনের কোন জটলা নেই, নেই কোন হৈচৈ। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার পাশাপাশি দু-একটি করে সিএনজি চলতে দেখা গেলেও যাত্রী বলতে ছিলেন দু-চারজন।
বিশ্বরোড সেখানেও যানবাহনের কোনো জটলা নেই। নেই রাস্তার মোড়ে যাত্রীদের অপেক্ষার সারি। দোকানপাটও তেমন খোলা নেই।
রিকশা চালক আব্দুল্লাহ বলেন, রাস্তাঘাটে কোন লোকজন নেই। সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ভাড়া পাওয়া গেছে মাত্র তিন/চারটি। বিশ্বরোড এলাকা তো কোন মানুষ ঘরের বাহিরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার বাসায় ঢুকে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.