নোয়াখালীর সুবর্ণচরে মনোনয়ন ফরম জমা দিলেন নৌকার মাঝি মোহাম্মদ হানিফ চৌধুরী

রাজনীতি

আহসান হাবীব নোয়াখালী থেকে :
নোয়াখালী সুবর্ণচর উপজেলার আসন্ন ৫নং চরজুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী হাজারো নেতকর্মী ও সমর্থকদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার (১৪জানুয়ারী) বিকাল ৪ঘটিকায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ আবদুর রব, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইসচেয়াম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাশেম, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোকছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, ৫নং জুবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ লিয়াকত আলী, চরজুবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিপু, বিশিষ্ট সমাজ সেবক কামাল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রোকসানা কামাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন শিমূল চৌধুরী, চরজব্বার থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক (প্রস্তাবিত) দেলোয়ার হোসেন রাজু, চরজব্বার থানা যুবলীগের সাবেক আহবায়ক (প্রস্তাবিত) আব্দুল্লাহ ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলীল, সাবেক যুবলীগ নেতা বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সদস্য বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা জাতীয়পার্টির সভাপতি নুর মোহাম্মদ ভূঁইয়া, চরমহিউদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (সাংগঠনিক) অজি উল্লাহ মেম্বার, চরমহিউদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) নিজাম উদ্দিন রাসেল, হারিছ চৌধুরী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ. কে. এম মহিউদ্দিন মাস্টার, চরজুবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি রহমতুল্লাহ সোহেল, চরমহিউদ্দিন ইউনিয়ন যুবলীগ সভাপতি (সাংগঠনিক) কামাল উদ্দিন রিদয়, চরমহিউদ্দিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) মমিন উল্যাহ, যুবলীগ নেতা মাসুদ, ছাত্রলীগ নেতা রুবেল,সাহেদ, আজিজ, রাকিব,অন্তর,এনামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।

 

এসময় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হানিফ চৌধুরী গত ১০বছরে ৫নং চরজুবলী ইউনিয়নে উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য ৩য় বারের মতো সকলের কাছে ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন,শতভাগ জয়ের আসা করছি ইনশাল্লাহ।

উল্লেখ্য যে, ঘোষিত তফসিল অনুযায়ী ৫নং চরজুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৬ জানুয়ারি, মানোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ফেব্রুয়ারী।

Leave a Reply

Your email address will not be published.