দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ

জাতীয়

মোঃ হাসান মিয়া :
রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর ভাষণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়নসহ মোট ৪৭টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং মিশন প্রধানরা আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুনেছেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় আজ বেলা ৩টায়। সেখানে ভাষণে রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশার ধারক বাহক জাতীয় সংসদে জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিকদের কল্যাণে সংসদ সদস্যদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে।
কোনো ষড়যন্ত্র যেন দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা ব্যাহত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
জাতীয় সংসদ কে জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ ধারক ও বাহক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা জাতীয় সংসদে তুলে ধরাই হচ্ছে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য।
নবীন সংসদ সদস্যরা অভিজ্ঞদের কাছ থেকে নির্দেশনা নিয়ে নিজেদেরকে দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে গড়ে তুলবেন এটাই আমার প্রত্যাশা।
রাষ্ট্রপতির সুন্দর বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীসহ সকল সংসদ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published.