জেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা

অন্যান্য

মোহাঃ নুরুল ওহাব,গুইমারা,খাগড়াছড়ি :
রাংগামাটি জেলার দুর্নিতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
আজ ২৫/০৫/২০২২ ইং তারিখ সকাল ১১ ঘঠিকার সময় উপপরিচালক জেলা সমন্বিত কার্যালয় মোহাঃ শফিউল্লাহর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক হাসান মাহমুদ।সভায় উপস্হিত রাংগামাটি জেলা ও খাগড়াছড়ি জেলার কাউখালি, নানিয়ারচর, দীঘিনালা, পানছড়ি,ও গুইমারা উপজেলার দু প্র ক সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা নিজ নিজ জেলা ও উপজেলার কিছু কিছু দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং যথাযথ ব্যবস্হা নেওয়া সহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।বক্তাদের বক্তব্য শেষে উপপরিচালক মোঃশফিউল্লাহ প্রত্যেক জেলা উপজেলার দুর্নীতির সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে জেলা সমন্বিত কার্যালয়ে জমা দেওয়ার পরামর্শ দেন। এবং দু প্র ক এর কার্যসীমা ও করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান মাহমুদ বিভিন্ন জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপস্হিত সকলে দুর্নীতি প্রতিরোধ কল্পে বিভিন্ন যুক্তি তুলে ধরায় সকলের ভুঁয়সী প্রসংসা করেন। এবং বক্তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করার কথা বলবেন বলে আশ্বস্ত করেন এবংউপস্হিত সকলের সুস্বাস্হ ও মঙ্গল কামনা করে সকলকে দেশ ও জাতির কল্যানে কাজ করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published.