চট্রগ্রামে ৮০ হাজার ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার ২

অপরাধ

বাহাদুর চৌধুরী :-
গত মঙ্গলবার(৫ই মে) কর্ণফুলী
উপজেলার মইজ্জার টেক চেক পোষ্টটের চেকে একটি ব্যাক্তী গত প্রাইভেট কার থেকে রাত আনুমানিক ৯:৩০ মিনিটে ৮০ হাজার ইয়াবা সহ দুই জনকে গ্রেপতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।জানা যায় তাদের দুই জনের মধ্য একজন সাবেক সেনা সদস্য ও তার ড্রাইভার।গ্রেপতারকৃতরা হলেন ১১ পদাতিক ডিভিশনের সাবেক ল্যান্স কর্পোরাল আশরাফুজ্জামান (৩০) ও গাড়ি চালক রাসেল (৩৫)।তাদের উভয়ের বাড়ী একই থানায়।আশরাফুজ্জামান এর বাড়ি রাজ বাড়ি জেলার পাংশা থানার বাবু পাড়া ইউনিয়নের ভ্রটার্চাজ পাড়া।আর রাসেলের বাড়ি পাংশা থানার রাজবাড়ি এলাকায়।এ সময় নগর পুলিশ অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন,প্রতিদিনের ন্যায় মইজ্জারটেক এলাকায় চেক পোষ্ট চলছিল।হঠ্যা চটগ্রাম গামী একটি প্রাইভেট কার চেকে পরে। বুঝতে পারা যায় কারটি কক্সবাজার থেকে চটগ্রামে প্রবেশ করছে।প্রাইভেট কারটি সন্দেহ হলে চেক করা হয়।তখন গাড়িতে সদৃশ্য দৃষ্টিগোচর আসিলে চ্যালেন্জ করার পর ও গনণা করে ৮০ হাজার ইয়াবা সহ কারটি উদ্ধার করা হয়।তিনি আরো জানান,এ সময় আশরাফুজ্জামানের সাথে একটি আইর্ডি কার্ড
পাওয়া যায় যেখানে তিনি সেনা সদ্যস প্রমান হয়।তার থেকে জানা যায় তিনি ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহীনিতে যোগদান করেন ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি সেনাবাহীনি থেকে চাকরীচুত্য হন।তিনি ইনজ্জিনিয়ারিং কোরের সদ্যস হিসাবে ছিলেন বলে জানা যায়।তবে কি কারনে চাকরীচুত্য হন তা এখন ও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.