কুমিল্লা তিতাসে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান নুর নবী

অন্যান্য

মোঃ জুয়েল রানা, তিতাস থেকে :
করোনা সংক্রমন এড়াতে সামাজিক সুরক্ষা পদ্ধতিতে কুমিল্লার তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে মাঝে চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় ইউপি পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে দেয়া এ খাদ্য সামগ্রী প্রায় ৬০০ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয় সামাজিক দুরত্ব বজায় রেখে।

প্রতিটি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি লবণ।

এ সকল খাদ্যসামগ্রী বিতরণে ইউপি চেয়ারম্যান মো. নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, ওসি সৈয়দ আহসানুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্ব-স্ব ওয়ার্ডের মেম্বারগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপকারভোগীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসনে সরকার, নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারসহ সকল জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published.