কুমিল্লার বুড়িচংয়ে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

অন্যান্য

মোঃ কামাল হোসেন টিটু :
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নবনির্মিত ভবনের ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠুর তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, পল্লী বিদ্যুৎ ২ এর ডিজিএম হাফিজুর রহমান, শিক্ষা অফিসার আবদুল মান্নান, থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হাসেম মেম্বার,প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার আবু সাইদ।

এছাড়াও হাসপাতালের জরুরি ও আবাসিক চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং রোগীদের স্বাস্থ্যসেবার খবর নেন।

Leave a Reply

Your email address will not be published.