কুমিল্লার চান্দিনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

অপরাধ

কুমিল্লা প্রতিনিধি :
আজ ১২ এপ্রিল-২০২২ মঙ্গলবার, রমজা‌নের ১০ম দি‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার চা‌ন্দিনা উপ‌জেলার পৌর বাজার এবং আ‌লেখারচর এলাকার র‌ড-‌সি‌মে‌ন্টের দোকা‌নে বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে। বেলা সা‌ড়ে ১০টা থে‌কে দেড়টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম প‌রিচা‌লনা করা হয়। এ সময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে মেসার্স গাউ‌ছিয়া হো‌টেল‌কে ৩ হাজার টাকা, অন‌্যায‌্য দা‌মে তরমুজ বি‌ক্রি করায় র‌মিজ মিয়ার ফ‌লের দোকান‌কে ১ হাজার টাকা, বিক্রয় নি‌ষিদ্ধ ফি‌জি‌শিয়ান স‌্যাম্পল বি‌ক্রি করায় মাস্টার মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত মি‌ষ্টি সরবরাহ না করায় ম‌দিনা ফুড ও বেকা‌রি‌কে ৩ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও আজ আদর্শ সদর উপ‌জেলার আ‌লেখারচর বিশ্ব‌রোড এলাকায় বে‌শি দা‌মে রড ও সি‌মেন্ট বি‌ক্রি হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ওজ‌নে কারচূ‌পি না করা এবং অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। চা‌ন্দিনা উপজেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন। স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর নীলনাড়া ইয়াছ‌মিন, ক‌্যাব সদস‌্য সাইফুল ইসলাম এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Leave a Reply

Your email address will not be published.