কুমিল্লার চান্দিনায় করোনার জাল সনদ তৈরীর অভিযোগে অাটক-১

অপরাধ

চান্দিনা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় একটি কম্পিউটার দোকানে করোনা ভাইরাসের জাল সনদ তৈরির অভিযোগে মোর্সেদ আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১।
রবিবার দুপুরে চান্দিনা মধ্য বাজারের বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামে এক কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।
এ সময়ে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কালার প্রিন্টার, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ১ টি স্ক্যানার, ১টি মডেম, ১টি পেন ড্রাইভ, ৩ টি মোবাইল, ২টি করোনা ভাইরাস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক মোরশেদ আলম কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস শুরুর পর থেকে করোনা ভাইরাস নেগেটিভ, আবার কারও পজেটিভ এমন ভুয়া রিপোর্ট তৈরি করে চলছিল ওই কম্পিউটার দোকান মালিক। এছাড়া বিভিন্ন বোর্ড পরীক্ষার জাল সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সিলমোহর তৈরির নামে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করে র‌্যাব-১১।
কুমিল্লা র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.