আমার চিন্তা একটাই দেশের জন্য কতটুকু করতে পারলাম

অন্যান্য

অনলাইন ডেস্ক :
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কি মর্যাদা পেয়েছি, না পেয়েছি সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাপার সাংসদ ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কি পেলাম, কি পেলাম না- সে হিসাব কখনো মিলাই না। কি মর্যাদা পেয়েছি, না পেয়েছি সেটা নিয়েও আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা একটাই দেশের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম। যে মানুষগুলোর জন্য আমার পিতা জীবন দিয়ে গেছেন। আমার পিতার স্বপ্নকে পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, যে দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন সেই বাংলাদেশকে তার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়তে হবে। বাংলাদেশের যে মানুষগুলো দরিদ্রসীমার নিচে বসবাস করে বা যারা এক বেলা খেতে পারে না, চিকিৎসা পায় না, শিক্ষা পায় না, তাদের জীবনকে পরিবর্তন করতে হবে। তাদের জীবনকে উন্নত করতে হবে। তাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published.