হবিগঞ্জের বানিয়াচং ইউপি ভূমি অফিসেরঅফিস সহায়ক সাইফুল এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
হবিগঞ্জ জেলা বানিয়াচং সদর উপজেলার, ৫/৬, নং ইউনিয়ন অফিসের,অফিস সহায়ক সাইফুল ইসলাম সোহেল ও সুনিতি নমসুদ্র এর ঘোষ দুর্নীতি ও জালিয়াতি অভিযোগ উঠেছে। ওই এলাকার স্হানীয়রা জানান উপরোক্ত ব্যক্তিরা প্রকাশ্য ঘুষের বিনিময়ে জায়গার দলিল পর্চার জাল করে দীর্ঘদিন যাবত বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করছে। এবং সাইফুল ইসলাম সোহেল বিগত ৪-৫ বছর একই অফিসে চাকরি সুবাদে তিনি হয়েছেন আঙ্গুল ফোলে কলা গাছ। এলাকার ভোক্তভোগীরা আরো জানান, উক্ত অফিসে চাকরি করার পর অন্য স্থানে বদলি হওয়ায় এলাকার মানুষ শান্তির ছোয়া পেয়েছিল। আবার সে পুনরায় ওই অফিসে এসে আবার তার পূর্বে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইদানিং একটি ঘটনায় তার পূর্বের কিছু স্মৃতি প্রকাশ পায়। গত ১৯,নবেম্বর,২২৩ ইং তারিখে ওই অফিসের তহশিলদার মোঃ রেজাউল, করিম তার বিভিন্ন রকমে বাধা প্রদান করলে সাইফুল ইসলাম সোহেল ষড়যন্ত্রমূলকভাবে রেজাউল করিমের বিরুদ্ধে এক নারীকে দিয়ে ভুয়া একটি অভিযোগ দাখিল করেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয় বরাবর, উক্ত অভিযোগ টি জেলার বিভিন্ন পত্রিকায় রেজাউল করিমের নাম ছবি সংযুক্ত করে অপবাদ স্বরূপ নিউজ করা হয়েছে। উল্লেখিত অভিযোগকারীনি গণমাধ্যমকে জানান, উক্ত অভিযোগ সম্পর্কে তিনি অবগত নয়, উনাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে আসেন অভিযুক্তরা। পরে অভিযোগ করেনি মর্মে একটি অঙ্গীকারনামা দাখিল করেন এবিষয়ে উপজেলা ভুমি কর্মকর্তার কার্যালয়ে উপস্হিত হয়ে বিভিন্ন সাক্ষীর উপস্থিতিতে উনার বরাবরে, অঙ্গীকারনামায় উল্লেখ করেন যে অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং রেজাউল করিম উনার কাছ থেকে কখনো কোনদিন কোন টাকা পয়সা নেননি। বলে ও তিনি অঙ্গীকারনামা উল্লেখ করেছেন। এছাড়া তিনি জানান যে রেজাউল করিমের মান সম্মান ক্ষুন্ন করার জন্য কেউ বা কারা অভিযোগটি দায়ের করেছে
অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে মোবাইলে এই সম্পর্কে যোগাযোগ করলে সম্পূর্ণ বিষয়টি তিনি এড়িয়ে যান। অনুসন্ধান চলছে আরো বিস্তারিত পুনরায় প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.