স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে কুমিল্লায় আনন্দ উদযাপন

অন্যান্য

মামুন মজুমদার :
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার আনন্দ দেশজুড়ে সকল থানায় একযোগে উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ।এরই ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার আয়োজনে সুয়াগঞ্জ টি.এ.আই হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অর্জনটি উদযাপন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ,ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,বীরমুক্তিযোদ্ধা প্রফেসর এটিএম ইউনুছ,লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন,সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল,
৫নং পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লা হাসু,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম,গলিয়ারা উত্তর ইউপি চেয়ারম্যান ওবায়েদ,দক্ষিন ইউপি চেয়ারম্যান জামাল প্রধান,৬নং পূর্ব জোড়কানন ইউপি চেয়ারম্যান হারিছ মিয়া,২নং চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মমিন,ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ নেতা জাফর আহম্মেদ,
উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির,উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন,৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম,ইউপি সচিব মাসুক রহমান,
২নং চৌয়ারা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,গলিয়ারা উত্তর ইউপি সদস্য মুজিব, আনাছ,উপজেলা ছাত্রলীগ নেতা অপু।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল হয়ে উন্নত দেশে পরিণত করার দুরারোহ পথের অভিযাত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্নাদর্শের আলোকে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হতে পেরেছে। একসময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে।
এ সময় বক্তারা আরো বলেন,
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের। ২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো এবং ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে এই সুপারিশ করেছে জাতিসংঘ। ফলে বাংলাদেশের এখন উন্নয়নশীল দেশের মর্যাদা ভোগ করতে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।

Leave a Reply

Your email address will not be published.