সুনামগঞ্জের ছাতকে স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরীর গণসংযোগ অব্যাহত রয়েছে

রাজনীতি

সেলিম মাহবুব, সিলেট থেকে :
সুনামগঞ্জ-৫ আসনের ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজারে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী। রোববার দিনব্যাপী জাউয়া, চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম আশাকাচর, টেটিয়ারচর, বড়কাপন পয়েন্ট, কপলা বাজার, কৈতক, বড়কাপন বাজার এবং দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া সহ বিভিন্ন পথ সভায় শামীম আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ছাতক-দেয়ারার অবহেলিত মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশায় প্রহর গুনছে। সুবিধা বঞ্চিত এসব মানুষের ইচ্ছা-আখাংকার প্রতিফলন ঘটাতে তিনি নির্বাচনে এসেছেন। এ অঞ্চলের সর্বস্থরের পুরাতন ও নতুন ভোটাররা তাকে নিয়ে স্বপ্ন দেখছে। ভোটারদের কাছ থেকে তিনি অভুতপূর্ব সারাও পাচ্ছেন। তার পক্ষে শতস্ফুর্তভাবে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছে আপামর জনসাধারণ। কিন্তু জনপ্রিয়তায় ভীত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয় ঘোলাজলে মাছ শিকার করতে চাচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কে কি করলো-এ নিয়ে ভাববার বিষয় এখন তার কাছে নেই। এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নির্দিষ্ট গন্তব্যে পৌছাই তার মুল লক্ষ্য বলে জানান স্বতন্ত্র এ প্রার্থী। জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় শামীম আহমদ চৌধুরী এসব কথা বলেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.