রংপুর ডিবি কর্তৃক ৪৫ বোতল ফেন্সিডিলসহ মহিলা গ্রেফতার ১

অপরাধ

আনোয়ার হোসেন,রংপুর থেকে :
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান’র নির্দেশনায়,২০ মার্চ রাত্রি ৩.৫০ মিনিটে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) ফারুক খলিল এর নেতৃত্বে এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার, এসআই (নিঃ) স্বপন কুমার রায় এবং সঙ্গীয় অফিসারের ফোর্সসহ আরপিএমপি, রংপুর হারাগাছ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ বেনুঘাট গ্রামের মহিলা আসামী মমতাজ বেগম (২৫), স্বামী- আজিজুল ইসলাম, পিতা- মমিনুল হক, মাতা- মুন্নী বেগম, সাং- বেনুঘাট, ওয়ার্ড- ০৭, থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর এর বসতবাড়ীর শয়নঘর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৫ (পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন ১টি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published.