যাবার কালে বাপের বাড়ি

অন্যান্য

আশা মনি :
বাপের বাড়ি যাবার কালে
দুঃখে পরান পোড়ে
চাইনা যেতে তোমার জন্য
তোমাকে কস্টে ছেড়ে।
কাটবে সময় কেমন করে
লাগবে সবই ফাঁকা
নাড়ির টানে তবুও যাই
আমি একলা একা।
দেহখান আমার পড়ে রবে
ঐনা বাপের বাড়ি
ছটফট করে কাঁদবে মন
তোমায় স্মরণ করি।
গাড়িতে যখন উঠিয়ে দাও
দাঁড়িয়ে থেকে তুমি
মলিন কত মুখটা তোমার
কাঁপছে বুকের জমি।
কস্ট পাচ্ছো ভিতরে ভিতরে
ঠিক আমারই মত
রেখেছো চেপে রাগ ক্ষোভগুলো
জমা আছে মনে যত।
বললাম আমি ভেবোনাকো!
ফিরে আসবো যত শীঘ্রই পারি
মনেতে পুষে রেখোনা তুমি
আমার জন্য আড়ি।

Leave a Reply

Your email address will not be published.