গাজীপুরে গোডাউনে মিললো ২০৫৮ লিটার সয়াবিন তেল।

অপরাধ

রবিউল আলম,গাজীপুর থেকে :
গাজীপুরের একটি দোকানের গোডাউন থেকে মজুদ করা দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় আগের দামের এই তেল মজুদ করায় দোকান মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মে) সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মনির জেনারেল স্টোর নামে একটি দোকানের গোডাউন থেকে তেলগুলো উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচারক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ক্রেতাকে ঠকাতে যত ধরণের প্রতারণার আশ্রয় নেয়া যায় তার সবই এখন প্রয়োগ করছে ভোজ্যতেল বিক্রেতারা। দোকানে এক ফোঁটাও তেল নেই, অথচ হাজার হাজার লিটার মিলছে গুদামে।

সয়াবিন তেল লুকিয়ে রেখে ভোক্তাকে যারা ঠকাচ্ছেন তাদের কাউকেই ছাড়া দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, সকালে মনির জেনারেল স্টোর নামে একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, কোনো ব্র্যান্ডেরই সয়াবিন তেল ওই দোকানে নেই। পরে দোকানের পাশেই তার গুদামে খোঁজ করে ১৬০ টাকা লিটারের দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। যেগুলো দোকান মালিক মনির বিক্রি না করে রেখে দেন বর্তমান দামে বিক্রির জন্য।

Leave a Reply

Your email address will not be published.