ভোলার বোরহানউদ্দিনে ইভটিজিং এর কারণে ভেঙ্গে গেল এক নববধূর সংসার

অপরাধ

মিলি সিকদার :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ৩ নং ওয়ার্ডে ইভটিজিং এর শিকার হয়ে রিমু আক্তার নামে এক নববধূর সংসার ভাঙ্গার অভিযোগ উঠেছে। একই এলাকার শাহাজালাল এর পুত্র শাকিল এর বিরুদ্ধে। অভিযোগ করে আনোয়ারা বলেন আমার বোনের মেয়ে রিমু আক্তার (২০),সাং নিমতলা চট্টগ্রাম কে প্রায় আমার বাসায় বেড়াতে আনি। আনার কিছুদিন পরে কলির হাট বাজার সংলগ্ন প্রবাস ফেরৎ মনির মিয়ার সাথে গত ২০/০৯/২০২১ ইং তারিখে রাত আনুমানিক ৯.০০ রিমুর বিয়ে হয় এবং বাসর সম্পন্ন করি।কিন্তুু ২১/০৯/২০২১ ইং তারিখ সকাল হইতে শাকিল রিমুর মোবাইলে বিভিন্ন খারাপ মেসেজ দিয়ে আসতেছে। এক পর্যায়ে রিমু ঘর হইতে সামনে আসলে শাকিল এসে ওর হাত ধরে টানা হেঁচড়া করে ঘর হইতে বের করে নিয়ে যেতে চাইলে রিমু চিৎকার দেয়।তখন আমরা ওর শব্দ পেয়ে এসে শাকিলের হাত তেকে ওকে উদ্ধার করি।উদ্ধার করার কারণে শাকিল আমাকে মারতে আসে আমার দুই ছেলের রগ কাটার হুমকি দেয়।উক্ত ঘটনা দেখে রিমু ঘরে থাকা স্বামী ওকে ডিভোর্স দিয়ে চলে যায়।শকিলের ইভটিজিং এর কারণে আমার ভাগ্নি রিমুর জীবনটা নষ্ট হয়ে যায়।তাই আমি ভোলা জেলার পুলিশ সুপারের কাছে অনুরোধ করছি তিনি যাতে বিষয়টি তদন্ত করে সুষ্ঠ বিচার করেন।সাংবাদিকরা অনেক বার যোগাযোগ করেও শাকিলের সাথে কথা বলতে পারে নি।

Leave a Reply

Your email address will not be published.