বরগুনা-বড়ইতলা-কাকচিড়া আঞ্চলিক সড়কটি নদী ভাংগনের কবলে

অন্যান্য

মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা থেকে :
বরগুনা-বড়ইতলা-কাকচিড়া আঞ্চলিক সড়কটি মূলতঃ এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। এ সড়কটি দিয়ে পাথরঘাটা, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা ও যশোরের সাথে সরাসরি প্রতিদিন বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। বরগুনা জেলা শহরের নিকটতম এলাকায় এ রাস্তার অংশটি অবস্থিত হওয়া সত্ত্বেও যেন কাহারও বিষয়টি নজরে আসছে না। আস্তে আস্তে ভেঙে যাচ্ছে নদীর ভাংগনে এই রাস্তাটি। যেকোন সময় পুরোটাই ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সচেতন মহল মনে করেন। সড়ক ও জনপথ বিভাগের নজরে না আসলে রাস্তাটির অংশ নদী গর্ভে বিলিন হয়ে যাবে।

দেশে উন্নয়নের এ সময়ে রাস্তাটি ও নদীর তীর সংস্কার করা অত্যন্ত জরুরি। রাস্তাটি রক্ষার জন্য এখনই পদক্ষেপ নেয়া হলে জনগনের দুর্ভোগ লাগব হবে বলে সচেতন মহল মনে করে।

Leave a Reply

Your email address will not be published.