বগুড়া কাহালুতে হট্টগোলের ঘটনায় মেয়রসহ ১৩জন আসামী

অপরাধ

মতিন খন্দকার টিটু :
বগুড়া কাহালু পৌরসভার উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে আসা টিমের সামনে হট্টগোলের ঘটনায় বিএনপি সমর্থিত পৌর মেয়র আলহাজ্ব আঃ মান্নানকে প্রধান আসামী করে প্যানেল মেয়র ও যুবলীগ নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা হয়েছে। সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল মোঃ হেলাল উদ্দিন কবিরাজের দায়ের করা এই মামলায় পৌর মেয়র ছাড়াও উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন প্যানেল মেয়র ইউসুফ আলী, ঠিকাদার নুরুল ইসলাম বিশু ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিবসহ যুবলীগের কয়েকজন নেতাকর্মী। এদিকে হট্টগোলের সময় আটক মেহেদী হাসান রাজিবকে গ্রেফতার দেখিয়ে পুলিশি হেফাজতে তাকে বগুড়া সজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে হট্টগোলের ঘটনায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দুপুরে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ দুপুরে ও সন্ধ্যায় বর্তমান মেয়র আলহাজ্ব আঃ মান্নান সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেছেন। এছাড়াও রাতে উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান পিএম বেলাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে যুবলীগ নেতা রাজিবের নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, এজাহারে উল্লেখ্য করা হয়েছে ঘটনার দিন স্থানীয় সরকার প্রকৌশল সদর দপ্তরের একটি প্রতিনিধি দল নগর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন। ওই প্রতিনিধি দলের সামনে বর্তমান মেয়র আব্দুল মান্নান ও বাদীর সাথে কথাকাটি হয়। এসময় বর্তমান মেয়র আব্দুল মান্নান ও তার ভাগ্নে প্যানেল মেয়র ইউসুফের ইশারায় বাদীকে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে মারপিট করে মেহেদী হাসান রাজিবসহ তার লোকজন। এছাড়াও বাদীর পকেট থেকে আসামীরা তুলে নেয় ৩০ হাজার টাকা। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল সদর দপ্তরের প্রতিনিধি দল নগর উন্নয়ন প্রকল্প পরিদর্শনের আসেন। ওইদিন বেলা ১১ টার দিকে বর্তমান মেয়রের লোকজনের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে হট্টগোল ও মারপিটে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ দু-চোখে আঘাতপ্রাপ্ত হন। তার সাথে থাকা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রহৃত হন।

Leave a Reply

Your email address will not be published.