বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এলাকাবাসীর

অপরাধ

গাবতলি বগুড়া প্রতিনিধি :
বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে। গতকাল এলাকাবাসীর পক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বরাবর এ অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে কালাইহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমিনুর ইসলাম স্কুলের শিক্ষার্থীদের মার্কশিট ও প্রত্যায়ন পত্রের জন্য প্রতি শিক্ষার্থী প্রতি ৩০০ টাকা করে দাবি করে থাকে। এত টাকা শিক্ষার্থীদের দেওয়ার সামর্থ না থাকায় তারা ৩০০ টাকা দিতে অনিচ্ছুক প্রকাশ করে থাকে। এতে প্রধান শিক্ষক ছাত্রদের উপর ক্ষিপ্ত হয়ে ছাত্রদের( ছুরি মারার হুমকি দেওয়া হয়) । বেশ কয়েকজন ছাত্রদের সাথে কথা বলে জানা যায় যে তারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলে প্রধান শিক্ষক তাদের সাথে অনেক কুরুচিপূর্ণ ব্যাবহার করে থাকে এছাড়া মেয়েদের সাথে অকটঠ ভাষায় গালিগালাজ করে থাকে। এছাড়া তারা বলে যে প্রধান শিক্ষক বলেছেন যে মার্কশিট উঠানোর টাকা না থাকলে চুরি করে এনে তাকে দিতে হবে। ছাত্ররা বলে করনার সময় তাদের মা বাবা ইনকামের পথা বন্ধ থাকায় তাদের বাবা মা টাকা দিতে পারছেনা। কলেজ থেকে তাদের চাপ দেওয়া হচ্ছে যদি মার্কশিট না দেওয়া হয় তবে তারা ভর্তি হতে পারবেনা। তাদের জন্য পুরা একবছর নষ্ট হয়ে যাবে। এছাড়া এখানে বেশ কয়েকটি হিন্দু ছেলে লেখাপড়া করে থাকে তাদেরকে প্রধান শিক্ষক (হিন্দুর বাচ্চা) বলে গালি দিয়ে থাকে। তার এসব ব্যাবহারে এলাকাবাসীর সবাই ক্ষুব্ধ। এসময় প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা বলতে চাইলে সে মানা করে। এলাকাবাসীর থেকে জানা যায় সে এই স্কুলে আসার পরে স্কুলে দুনিতী বেড়ে গেছে। অনেক বড় বড় কড়ি গাছ ছিলো যেগুলো সে বিক্রি করেছে। স্কুলে একটি টিনের মসজিদ ছিল যেটা ও বিক্রি করেছে তার পরিবর্তে এখানে গাবতলি ও শাজাহানপুরের এমপি বাবলু ৫ লক্ষ টাকা মসজিদ করার জন্য অনুদান দেয় ও ভিত্তি স্হাপন করে যায় এখানে গিয়ে দেখা যায় যে ভিত্তি আছে কিন্তু কোন মসজিদ নেই এসব টাকা কই গেছে এসব তথ্য এলাকাবাসী জানতে চায়। ছাত্রদের ও এলাকাবাসীর দাবি এসবের সাথে যারা জড়িত তাদের অতিশিঘ্যই বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.