বগুড়ায় পুলিশের অভিযানে প্রাইভেট কারসহ ২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার,আটক ৩

অপরাধ

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হতে প্রাইভেট কারসহ ২০০ বোতল ফেন্সিডিল জব্দ ও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন,বগুড়া সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, সোমবার রাত সোয়া ৯ টার দিকে অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যরা বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের কাছে ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১১-১৯১১) তল্লাসী করেন। এসময় দুটি সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রাখা অবৈধ ভারতীয় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করেন। এসময় উক্ত প্রাইভেট কার জব্দ ও ৩ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার ইটাই গ্রামের রজব আলীর পুত্র হুমায়ুন কবির (২৮), একই উপজেলার হিলি গ্রামের সামসুর আলম গোলাপের পুত্র মাহফুজুল আলম (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার সুদামপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র আজাদুল ইসলামকে গ্রেফতার করে। অভিযানে চলাকালে বগুড়া সদর ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই জিলালুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.