বগুড়ায় এ পর্যন্ত ৭ জন করোনায় আক্রান্ত

অন্যান্য

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় নারী ও শিশু সহ নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাত পোনে ১০ টার দিকে ডেপুটি সিভিল সার্জন ডা.মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ জন।

জানা যায়,আক্রান্তরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল মিঞাপাড়া গ্রামের ১২ বছরের এক কন্যা শিশু,শাজাহানপুর উপজেলার বি-ব্লকের ২৭ বছর বয়সের এক নারী। বাকি ৫ জন পুরুষ হলেন,বগুড়া সদর উপজেলার সবুজবাগ এলাকার তার বয়স ৪০ বছর, তার মূল বাড়ি যশোর জেলায় বগুড়াতে চাকরি করেন, সোনাতলা উপজেলার তার বয়স ৪৫ বছর, শেরপুর এর ধুনুটের মথুতাপুরের যুবক তার বয়স ২২ বছর,সারিয়াকান্দির গণকপাড়া গ্রমের ২৮ বছর বয়সের যুবক এবং দুপচাঁচিয়ার ৬০ বছর বয়সী ব্যক্তি রয়েছেন।

উল্লেখ্য,গত (১৬ এপ্রিল) আদমদিঘী উপজেলার নশরৎপুরের ২৮ বছর বয়সী এক পুলিশ কনস্টেবলের নমুনা পরিক্ষার ফলাফল করোনা পজিটিভ ও (২১ এপ্রিল) আদমদিঘী থানার সান্তাহার সাহেবপাড়ার ২৮ বছর বয়সী এক সিএনজি চালক,সারিয়াকান্দির নারায়ণগঞ্জ ফেরত ২ জন স্বামী-স্ত্রী ও ঢাকা ফেরত সোনাতলার ১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।তারা ৫ জন মোহাম্মদ আলী হাসপাতালের আইসেলোশন ইউনিট এ ভর্তি রয়েছেন।

এরই প্রেক্ষিতে বগুড়া জেলাকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষনা করেন জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published.