পিবিআইয়ের এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
২০১৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পিবিআইয়ের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২০শে ডিসেম্বর দুপুরে আসামি বাদীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে আসামি ভয়ভীতি দেখান এবং হুমকি-ধামকি দেন। ওই বছরের ২২শে ডিসেম্বর আসামি পুনরায় বাদীর বাসায় যান এবং বাদীকে ধর্ষণ করেন। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে হুমকি দেন।

যদি বাদী কাউকে এ ঘটনা জানান তাহলে ভীষণ ক্ষতি হবে এমন ভয় দেখান। এক পর্যায়ে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে বাদী পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটির এখনো মীমাংসা হয়নি, তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published.