পটুয়াখালী মরিচবুনিয়ায় গর্ভধারিনী মা ও আপন ভাইকে মারধর হাসপাতালে কাতরাচ্ছে

অপরাধ

এস আল-আমিন খাঁন পটুয়াখালী থেকে :
পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া গ্রামে জমি জোর পূর্বক জবর দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে মোসাঃ ময়ফুল বিবি (৮০) ও তার ছেলে মোঃ জলিল শরীফ (৩৮) কে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ময়ফুল বিবির অপর দুই ছেলে আউয়াল শরীফ (৫০) ও হানিফ শরীফ (৫৫) এবং তার সঙ্গে রয়েছে আউয়াল শরীফের ছেলে আবির শরীফ (২০), হানিফ শরীফের ছেলে ফয়সাল শরীফ(৩৮) ও আউয়াল শরীফের স্ত্রী মোসাঃ লাভলী বেগম (৪০)।

বুধবার (৫-এপ্রিল-২০২২ ইং) তারিখ আনুমানিক সকাল ১০টার মরিচবুনিয়ার শরীফ বাড়ীতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ময়ফুল বিবি ও তার ছোট ছেলে জলিল শরীফ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। পটুয়াখালী সদর থানা পুলিশ এস,আই,আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

আহত ময়ফুল বিবি জানান, আমার ছোট ছেলে জলিল শরীফ পৈত্রিকসূত্রে জমির মালিক হয়ে গৃহ নির্মান করে দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে বসবাস করে আসছে। কিন্তু আমার অপর দুই ছেলে আউয়াল শরীফ ও হানিফ শরীফ জোর পূর্বক অন্যায় ভাবে আমার ছোট ছেলে জলিল শরীফের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সাথে ছোট ছেলে জলিল শরীফের বিরোধ চলে আসছে। আউয়াল শরীফ ও হানিফ শরীফ এবং তাদের সন্তানেরা আমাকে এবং জলিলকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছে। গত ০৩.০৪.২২ ইং তারিখ রাতে তারা আমার চাষ করা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক দেড় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে ক্ষতি সাধন করে। এঘটনা আমি এবং আমার ছেলে জলিল এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে বিচার চাইলে তারা কোন শালিস ব্যবস্থা মানে না। এতে তারা ক্ষিপ্ত হয়ে (০৫.০৪.২২ইং) তারিখ সকাল ১০টার দিকে আমার ছোট ছেলে জলিলের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বাধা দিলে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় হাড়ভাঙ্গা ও নীলা ফুলা জখম করে। আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে খুনের হুমকি প্রদান করে চলে যায়। আমি একজন অসহায় মা হয়ে আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ নেয়া হয়েছে তবে আসামী ধরার তৎপরতা চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.