নওগাঁ আত্রাই উপজেলার ভূয়া এমবিবিএস ডাক্তার হামিদুল’কে গ্রেফতার শাস্তির দাবিতে মানববন্ধন

অপরাধ

মানসুরা আক্তার কাকলী :
আজ ১৫ জুলাই বুধবার দুপুর ১২ টায় সাভারের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটোকে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভূয়া এমবিবিএস ডাক্তার হামিদুল’কে গ্রেফতার ও তার গৃহপালিত সন্ত্রাসী এনামুল, সোহেল, প্রিন্স ও মামুনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আশুলিয়া থানা শাখা কমিটি বিএমএসএফ’র নেতৃবৃন্দরা। এ সময় জয়যাত্রা টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি ও নতুন দিগন্ত প্রতিকার বিশেষ প্রতিনিধি তরুণ সাংবাদিক মোঃ শিফাত মাহমুদ ফাহিম এর ওপর ভূয়া এমবিবিএস ডাঃ হামিদুল কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বক্তরা। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর সিনিয়র সাংবাদিক নজমুল হুদা বলেন প্রশাসনের সকল দপ্তরের ধারকবাহকদের উদ্দেশ্য বলেন,আপনারা এসব সন্ত্রাসীদের গ্রেফতার করুণ।এদের লাগাম টেনে ধরুণ নয়তো গণমাধ্যম অঙ্গণ স্বাধীন থাকবেনা।সেই সাথে ওমান বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর সভাপতি, যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের ওমান প্রতিনিধি এইচএম হমায়ন কবির বলেন,তরুণ সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম এর ওপর হামলার আমরা তীব্র নিন্দা জানাই।সেই সাথে অতিদ্রুত হত্যা, ধর্ষণ সহ একাধিক মামলার আসামী হামিদুল কে গ্রেফতারের দাবি জানাই প্রশাসনের নিকট।বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নিরব প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতিদ্রুত আপনারা আত্রাই উপজেলার চিন্থিত সন্ত্রাসী হামিদুল ও তার পালিত সন্ত্রাসীদের গ্রেফতার করুণ নয়তো আমরা এর চেয়েও আর কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।কেননা একজন ভূয়া এমবিবিএস ডাক্তারের কাছে আমাদের কলম মাথা নত করবেনা। উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নিউজ-২৪ এর সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা, ওমান বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি এইচএম হুমায়ন কবির, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি হান্নান চৌধুরী, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব কাশিমপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী,এছাড়া আরও উপস্থিত ছিলেন আশুলিয়া মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সভাপতি মোহাম্মাদ ইয়াসিন, সাধারণ সম্পাদক চ্যানেল এস টিভির আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধর ভাবন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খাঁন সোহেল রানা.৭১বাংলা টিভির খোরশেদ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.