ঢাকা জেলা যুবদলে সাংগঠনিক সম্পাদক আইয়ুব খাঁনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ ‌সামগ্রী বিতরন

অন্যান্য

মোঃ শাকিল আহম্মেদ :
দেশের সংকট মুহূর্তে করোনা মহামারী প্রাদুর্ভাবে অসহায় দুস্থ্য ঘরবন্ধী নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়েছেন এবং অর্থ সংকটাপন্ন অবস্থায় অসহায় দুস্থ্য নিম্মবিত্ত ওমধ্যবিত্ত মানুষ দম যেন একেবারেই বন্ধ হওয়ার উপক্রম । এর মধ্যে কঠোর লকডাউনে সামান্যতমও আয় রোজগারের কোনো উপায় নেই। এই অসহায় অবস্থায় মানুষের পাশ্বে দাঁড়ীয়েছেন আশুলিয়ার কৃতিসন্তান বাংলাদেশ যুবদলের ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আইযুব খাঁন .তিনি বলেন আগামীদিনে রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নির্দেশে ও সাবেক প্রধান মন্রী দেশ নেএী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এর আগেও দুস্থ্য অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর শামছুল হক মডেল হাই স্কুল মাঠে প্রায় ২৫শত অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন ।খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাউল .ডাল.আটা.সেমাই.চিনি.এক লিটার তৈল.লবণ.আলু.পেঁয়াজ পোলার চাউল.ইত্যাদি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু .জেরাউল করিম পল সভাপতি ঢাকা জেলা যুবদল.ইয়াসীন ফেদৌস মুরাদসাধারন সম্পাদক ঢাকা জেলা যুবদল.দেলোয়ার হোসেন সভাপতি ঢাকাজেলা ছাএ দল.রেজাউল করিম জুয়েল সাধারন সম্পাদক ঢাকা জেলা ছাএদল .মেহফুজ আলম সাগর যুগ্ন সম্পাদক ঢাকা জেলা ছাএদল.আরিফ ইসলাম.সাবেক সাধারন সম্পাদক সাভার থানা.ওসমান গনি সাবেক আহ্ববায়ক আশুলিয়া থানা .আনিছুর রহমান.মোবারক হোসেন খান রুমি .শফিকুল ইসলাম.জাহাঙ্গীর আলম সহ অন্যনরা জাতীর কান্তীলগ্নে দলবল নির্বিশেষে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্ববান আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.