ঢাকার ইপিজেড এলাকায় ট্রাকে চাঁদাবাজীর সময় শ্রমিক নেতা কাজল পুলিশের হাতে গ্রেফতার

অপরাধ

আশুলিয়ার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ার ইপিজেড এলাকায় ট্রাক থেকে চাঁদাবাজির সময় মোখলেছুর রহমান কাজল নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (৮এপ্রিল) রাত ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে জৈনক কাজল ডিইপিজেডে অবস্থানরত ট্রাক থেকে প্রতিদিন নানা অংকের চাঁদাবাজী করে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান। মোখলেছুর রহমান কাজল (৪৮) ঢাকা জেলা আশুলিায়া থানা ভাদাইল পশ্চিম পাড়ার হাশেম কলোনি এলাকার ভাড়াটিয় এবং মো. সুরুজ আলীর ছেলে।

এসআই আসওয়াদুর রহমান জানান, আশুলিয়ার ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকায় আন্তঃজেলা ট্রাক থেকে নিয়োমিত চাঁদা আদায় করে এই চক্র। এমন গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। পরে চাঁদা নেওয়ার সময় ঘটনাস্থল থেকে কাজল নামে এক চাঁদাবাজকে আটক করা হয়। তবে এসময় কাজলের অন্য সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসআই আরও জানান, ট্রাকে চাঁদাবাজির ঘটনায় আটক কাজলের বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে । এই অপরাধের বিষয়ে রিমান্ডের জন্য আবেদন করা হবে। এবং তার সঙ্গে পলাতক অভিযুক্ত চাঁদাবাজদেরও আটকে অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published.