ঢাকার আশুলিয়ায় ১ নারী শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

অপরাধ

মানসুরা আক্তার কাকলী :
ঢাকায় আশুলিয়ায় একটি বাড়ির তালাবদ্ধ
কক্ষ থেকে শাহিনা খাতুন (২৫) নামের এক
পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) দুপুরে আশুলিয়ার তৈয়বপুর
এলাকায় ইয়ারপুর ইউনিয়ন কৃষক লীগের
সভাপতি হাজী জিল্লুর রহমানের
মালিকানাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার
করা হয়।
নিহত শাহিনা খাতুন কুষ্টিয়া জেলার
দৌলতপুর থানার চরসাদীপুর গ্রামের
বাসিন্দা। সে আশুলিয়ার তৈয়বপুর এলাকায়
ভাড়া বাসায় থেকে সাভারের
হেমায়েতপুরে এবি অ্যাপারেলস লিমিটেড
কারখানায় স্যুইং অপারেটর হিসেবে কাজ
করতো।
স্থানীয়রা জানান, গত ১ মার্চ তরুণী শাহিনা
খাতুন ও তার সাথে আসা শরিফুল ইসলাম
নামে এক যুবক নিজেদের দম্পতি পরিচয়
দিয়ে ওই বিড়ির একটি কক্ষ ভাড়া নেয়।
এরপর গতকাল শুক্রবার (২০ মার্চ) ছুটির দিন
সকাল থেকে তাদের কক্ষের দরজা বাইরে
থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে
শনিবার সকালে কক্ষের ভিতর থেকে দুর্গন্ধ
বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। দুপুর
পুলিশ তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ওই
তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে নিয়ে
যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর
আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে
ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর তার
স্বামী পরিচয়দানকারী যুবক শরিফুল পালিয়ে
গেছে। এঘটনায় পলাতক শরিফুলকে আটকের
পাশাপাশি থানায় হত্যা মামলা দায়ের করা
হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.