জাতীয় যুব পুরস্কার গ্রহণ করলেন কুমিল্লার মাহবুব মোর্শেদ

অন্যান্য

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার বেসরকারী উন্নয়ন সংস্থা দর্পণ এর নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ যুব সমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ জাতীয় যুব পুরস্কার-২০১৯ পেয়েছেন  । আজ ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এ পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের স্বীকৃতিস্বরুপ তিনি এ পদক অর্জন করেন। ২০০০ সালের ১৪ এপ্রিল দর্পণ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি তার ব্যতিক্রমী ও নানামূখী কল্যাণমূলক কাজের জন্য ন ব্যাপকভাবে প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় তার সুযোগ্য নেতৃত্বের স্বীকৃতি স্বরুপ ২০০৪ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে দর্পণ স্বীকৃতি লাভ করে। তার নেতৃত্বে দর্পণ ২০০৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর ও দাতা সংস্থা সেইভ দ্যা চিলড্রেন কর্তৃক যুবদের মাঝে এইচআইভি/এইডস প্রতিরোধে জীবন দক্ষতা শিক্ষা কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ অভিনন্দন স্মারক লাভ করে। জাতিসংঘ মিলিনিয়াম ক্যাম্পেইনের অংশ হিসেবে গত ১৬-১৮ অক্টোবর ২০০৯ ইং গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস চ্যালেঞ্জে অনন্য অবদানের জন্য দর্পণের নির্বাহী পরিচালক ও সুপ্রর কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক মো: মাহবুব মোর্শেদকে Stand up Take Action Against Poverty & for the Millennium Development Goals বিষয়ক সন্মাননা দেয়া হয়। গত ১৫ নভেম্বর ২০১৮ ইং নেপালের কাঠমন্ডুতে ইন্টারন্যাশনাল ট্রান্স ক্রিয়েশন সোসাইটির উদ্যোগে বাংলাদেশের এনজিও সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য দর্পণ এর নির্বাহী পরিচালক মোঃ মাহবুব মোর্শেদ এর হাতে সন্মাননা স্মারক ও সনদ তুলে দেন নেপালের মহিলা, শিশু ও সিনিয়র সিটিজেন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী থাম মায়া থাপা। তিনি গত ২৩ জুলাই ২০১৪ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ সমাজ সেবক হিসেবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর স্বর্ণ পদকে ভূষিত করা হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ তার হাতে এ পদকটি তুলে দেন। সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা ও অবদানের জন্য তিনি গত ৫ নভেম্বর ২০১৪ ইং শেরে বাংলা স্বর্ণ পদক-২০১৪ লাভ করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ তার হাতে এ পদকটি তুলে দেন। গত ২১ নভেম্বর ২০১৪ ইং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি কমিটমেন্ট এ্যাওয়ার্ড-২০১৪ লাভ করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান তার হাতে এ পদকটি তুলে দেন। যুব উন্নয়ন এবং বিভিন্ন ধরনের সমাজ কল্যাাণমূলক সংবাদ/প্রতিবেদন প্রকাশের কারণে গত ২১ ডিসেম্বর ২০১৪ ইং বৃহত্তর কুমিল্লার শ্রেষ্ঠ সাপ্তাহিক পত্রিকা কুমিল্লা দর্পণ প্রকাশনা ও সম্পাদনার জন্য তিনি টেলিভিশন রিপোর্র্টাস এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক ট্র্যাব বিজয় দিবস সম্মাননা-২০১৪ লাভ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি, তৎকালীন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন মূখ্য সচিব জনাব আব্দুস সোবাহান শিকদার তার হাতে এ পদকটি তুলে দেন। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি গত ১৬ মার্চ, ২০১৫ ইং মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড লাভ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি তার হাতে এ পদকটি তুলে দেন। তার সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য তাকে গত ২৪ এপ্রিল ২০১৫ ইং নেলসন ম্যান্ডেলা পদক-২০১৫ তে ভূষিত করা হয়। জাতীয় মানাবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো: আমিরুল কবির চৌধুরী তার হাতে এ পদকটি তুলে দেন । সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি গত ১২ মে ২০১৫ নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি পদকে ভূষিত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি তার হাতে এ পদকটি তুলে দেন। গত ২৭ নভেম্বর ২০১৫ ইং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে তিনি বিশেষ অবদানের জন্য অগ্রগামী এ্যাওয়ার্ড ২০১৫ অর্জন করেন। জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপির তার হাতে এ পদকটি তুলে দেন। এরপর সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি গত ২৬ ডিসেম্বর ২০১৬ স্বাধীনতা সংসদ এ্যাওয়ার্ড-২০১৬ লাভ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি তার হাতে এ পদকটি তুলে দেন। গত ৮ জানুয়ারী ২০১৭ ইং উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি সিটিভি নিউজ টুয়েনটি ফোর শুভেচ্ছা স্মারক লাভ করেন। কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার তার হাতে এ পদকটি তুলে দেন। গত ১০ আগষ্ট ২০১৭ ইং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তিনি ইনডেক্স মিডিয়া ষ্টার এ্যাওয়ার্ড লাভ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন তার হাতে এ সম্মাননা তুলে দেন। গত ৬ ফেব্রুয়ারী ২০১৮ ইং দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি ড. মুহাম্মদ শহীদ উল্লাহ গোল্ড এ্যাওয়ার্ড লাভ করেন। এ সময় তার হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। গত ৭ এপ্রিল ২০১৮ ইং উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০১৮ লাভ করেন। এ সময় তার হাতে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম, সাবেক সেনা প্রধান লে: জেনারেল (অব:) হারুন-অর-রশিদ বীর প্রতিক ও জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ শম্ভু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।

Leave a Reply

Your email address will not be published.