কুমিল্লা ইপিজেডএ অব্যাহতি প্রাপ্ত অজ্ঞাত নামা ব্যক্তির ছুরিকাঘাতে চিং চাং সু-কোম্পানির অফিসার খুন

অপরাধ

এম শাহীন আলম :
কুমিল্লার রপ্তানি প্রক্রিয়া জাত (ইপিজেডএ) অব্যাহতি প্রাপ্ত অজ্ঞাত নামা ব্যক্তির এলোপাতারি ছুরিকাঘাতে চিং চাং সু কোম্পানির এইচ.আর এডমিন অফিসার মোঃ খাইরুল বাশার সুমন (৩৬) নামের এক ব্যক্তি খুনের ঘটনা ঘটে, নিহত সুমন জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়ন এলাকার মান্দারী গ্রামের আব্দুল মমিন মাস্টারের তৃতীয় ছেলে,সুমনের নিজ বাড়ী মান্দারী গ্রামে শোকাহত ছোট ভাই খায়রুল এনাম রুমন সাংবাদিকদের জানান আমার ভাই প্রায় ৭ বছর যাবৎ ইপিজেডের চিং চাং জুতা কোম্পানিতে চাকুরী করেন,আজ বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাসা ফেরার পথে ইপিজেডের ১নং গেইটের বাহিরে বার্জার পেইন্ট এর সু-রুমের সামনে প্রকাশ্যে দিবালোক ভাইয়ার কোম্পানিতে অব্যাহতি (চাকুরীচ্যূত)প্রাপ্ত অজ্ঞাত নামা এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনি খুন হন,তিনি জানান বর্তমানে সুমনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে র মর্গে আছে ,সুমনের এক চাচা নান্নু মজুমদার জানান এখনো খুনের রহস্য কিংবা আসামি শনাক্ত করা যায় নি তবে প্রশাসনিক চেষ্টা অব্যাহত রয়েছে এবং একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published.