কুমিল্লা’য় যুবক হত্যাকান্ডের প্রধান আসামী সাকিব গ্রেফতার

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
সজীব(৩৪) পেশায় একজন রাজমিস্ত্রী। অন্যদিকে সজীব হত্যাকান্ডের প্রধান আসামী বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের এরশাদ আলীর পুত্র সাকিব(২৫) মাদকাসক্ত। পরকিয়া প্রেমের জের ধরে বখাটে যুবক সাকিব প্রায়ই সজিব কে মারধরসহ হত্যাকান্ডের হুমকি দিতো। প্রেমের জের ধরে সাকিব ও তাহার বন্ধু অটো রিক্সা চালক হাসানের পরিকল্পনায় সজিবকে হত্যা করা হয়েছে বলে বাঙ্গরা থানা পুলিশের ধারনা। এ দিকে বি-বাড়িয়া ও কুমিল্লা জেলা পাশাপাশি হওয়ায়, সাকিব ও অটো রিক্সা চালক হাসান পূর্বেই সজীবকে কোথায় হত্যা করবে এর সীমানা নির্ধারন করে তাদের পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা জেলার বাঙ্গরা থানাধীন রামচন্দ্রপুর ইন্দুরিয়া ব্রীজ এলাকায় ভিকটিম সজীব’কে হত্যাকারীরা কৌশলে নিয়ে আসে এবং সেখানেই অভিযুক্ত ব্যক্তিরা সজীবকে হত্যা করে। হত্যাকান্ডের বিষয়ে কুমিল্লা মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস বলেন- ২৪.৫.২০২২ইং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহনেওয়াজ ঢাকা শাহজালাল বিমান বন্দর এলাকা হতে সজিব হত্যাকান্ডের প্রধান আসামী সাকিব’কে আটক করে। গত ১৯.৫.২০২২ইং বি-বাড়িয়া জেলার ভুরভুরিয়া গ্রামের মৃত.হোসেন মোল্লার পুত্র সজীব(৩৪)কে কুমিল্লা’য় হত্যা করা হয়। হত্যাকান্ডে জড়িত অপর আসামী অটো চালক হাসানকেও পুলিশ আটক করে।

Leave a Reply

Your email address will not be published.