কুমিল্লায় ‘বঙ্গবন্ধু পাঠ: অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যান্য

মামুন মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিন উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির উদ্যাগে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু পাঠ: অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে সদর দক্ষিন উপজেলা মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে
বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি পাঠাগার সহ ২০ টি পাঠাগার সহ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অসমাপ্ত আত্মজীবনী পাঠের ১ম ৮ জনকে বিজয়ী সনদ ও পুরস্কার হিসেবে মহামূল্যবান বন্ধু বই বিতরণের পাশাপাশি ২০ টি পাঠাগারকে অংশগ্রহণ সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের
সাবেক এআইজি এবং ট্রাস্টি পাঠাগার আন্দোলন বাংলাদেশ মালিক খসরু,পিপিএম।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,ইউএলও ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন,সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী,কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান
সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান ইমাম হোসাইন।

অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে এই ভূখণ্ডের ইতিহাস পাওয়া যায়। পরে ১৯৭১ সালে তিনি এই দেশের এক নতুন ইতিহাস তৈরি করেন। এ সময় তিনি শুধু পাকিস্তান থেকে দেশকে স্বাধীনই করেননি, বরং নিজ আদর্শ এবং নিয়ম-শৃঙ্খলায় গড়ে তুলেছেন নতুন করে।

Leave a Reply

Your email address will not be published.