কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১১টি মোটরসাইকেল সহ চোর চক্রের ৯ জনকে গ্রেফতার

অপরাধ

এম শাহীন আলম :
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম(বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া পিপিএম এর নেতৃত্বে জেলার গোয়েন্দা শাখার একাধিক টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অভিযান পরিচালনা করে জেলার চিহ্নিত ও পেশাদার সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ১, মোঃ শাকিব (৩৪), পিতা-রেশমত আলী, গ্রাম-শাকতলা, ২, মোঃ সৈকত (২২), পিতা- শহিদ মিয়া, মাতা-নাসিমা, গ্রাম-মধ্যম আশ্রাফপুর, উভয় থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ৩, মোঃ শাহদাত হোসেন (৩৮), পিতা-মৃত সুরুজ মিয়া, মাতা-হোসনেয়ারা, গ্রাম-দত্তপুর, পোঃ মঙ্গলমুড়া, থানা-লালমাই, জেলা-কুমিল্লা, ৪,আল আমিন (২৫), পিতা-দেলোয়ার হোসেন মাতা-মুন্নি বেগম, গ্রাম-কলেজ পাড়া, পোঃ লালমাই বাহার, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা, ৫,মোঃ রিপন (৩৫), পিতা-আব্দুল মান্নান, মাতা-মাহফুজা বেগম, গ্রাম-দত্তপুর, থানা-লালমাই, জেলা-কুমিল্লা, ৬, মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৬), পিতা- মোঃ জসিম উদ্দিন, মাতা- রেজিয়া বেগম, গ্রাম-বালুতুপা (সর্দার বাড়ী), বর্তমানে গ্রাম-ভাটকেশ্বর (বড় বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,৭, মোঃ মাসুদ (২৮), পিতা- হোসেন মিয়া ড্রাইভার, গ্রাম- নুরপুর (দক্ষিন পাড়া-রেনু মিয়ার বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৮,মোঃ আজাদ হোসেন আবাদ (৩১), পিতা-শফিক মিয়া, মাতা-নুরজাহান বেগম, গ্রাম-বালুতুপা (সর্দার বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৯,মোঃ সায়মন (৩৩), পিতা-মৃত মজিবুর রহমান,গ্রাম- রামচন্দ্রপুর (মালু মাস্টার বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা মোট ৯ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চোরাইকৃত পুরাতন ১১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

মোটরসাইকেল চোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কুমিল্লা জেলা কেন্দ্রিক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের একটি বড় সিন্ডিকেট আছে। তারা উক্ত সিন্ডিকেট এর সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করার সাথে সাথে তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশে বিক্রয়/পাচার করে থাকে। তাছাড়া আসামীরা আরো জানায়, উক্ত মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে এবং উক্ত মাদক কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।
চোরদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত- ১ লা ফেব্রুয়ারী-২০২৩খ্রিঃ তারিখ দিবাগত রাত্র ২:৫৫ মিনিটে কোতয়ালী মডেল থানা এলাকা হইতে ১টি মোটর সাইকেল,
একেই দিনেমদিবাগত রাত্র ৩:৪৫ মিনিটে লালমাই থানা এলাকা হতে ১টি মোটর সাইকেল এবং পর্যায়ক্রমে দিবাগত রাত্র ৪:০৫ মিনিটে কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৯টি মোটর সাইকেল সহ সর্বমোট ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার যে সব মামলা রুজু করা হয়েছে তার মধ্যে মামলা নং-
৮ তারিখ০২/০২/২০২৩ ধারা-৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ১, শাকিব এর
বিরুদ্ধে ৭টি মামলা, ২,সৈকত এর বিরুদ্ধে ৭টি মামলা, ৩, মোঃ রাকিবুল হাসান রিয়াদ এর বিরুদ্ধে ৬টি মামলা, ৪, মাসুদ এর বিরুদ্ধে ২টি মামলা, ৫, আজাদ হোসেন আবাদ এর বিরুদ্ধে ২টি মামলা, ৬, মোঃ সাইমন এর বিরুদ্ধে ১টি মামলাসহ আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র, হত্যা, ডাকাতি প্রস্তুতি মামলা আছে বলে জানা যায়।

অন্যান্য পলাতক আসামী গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানান।

উদ্ধারকৃত চোরাই ১১টি মোটর সাইকেল এর বর্ণনাঃ
১, ৪(চার)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন PULSUR মোটর সাইকেল।
২, ১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন HERO SPLENDER PRO মোটর সাইকেল।
৩, ২(দুই)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন DISCOVER মোটর সাইকেল।
৪, ১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন TVS STRYKER মোটর সাইকেল।
৫, ১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন HERO HUNK মোটর সাইকেল।
৬, ১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন YAHAMA FZ-X মোটর সাইকেল।
৭,১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন FREEDON ROYALES মোটর সাইকেল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.