কুমিল্লায় এমপি’র নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া চাঁদাবাজী বাগড়া সিএনজি স্ট্যান্ডে

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
দাদ্বশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে কুমিল্লার খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে নতুন এমপি’রা কুমিল্লায় কয়েকটি উপজেলায় সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধ করেছেন। কুমিল্লা দেবিদ্বার উপজেলার সব জায়গাতে স্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধের ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছেন এমপি আবুল কালাম আজাদ কিন্তু বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন এমপি আলহাজ্ব আবু জাহের স্ট্যান্ডে জিবি নামক চাঁদাবাজী বন্ধের ঘোষণা দিলেও মোটামুটি সব জায়গাতে বন্ধ হলেও আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে বাগড়া সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজী। উপজেলা নির্বাহী অফিসারের স্ট্যান্ডের ডাক এর কাগজে দেখা যায় যে, প্রতিদিন সিএনজি ৪০ টাকা করে নিতে কিন্তু প্রতিদিন নিচ্ছেন ৫০ টাকা করে দৈনিক ৩ বার, অটো রিক্সা (ইজিবাইক) থেকে ১০ টাকা নেওয়ার কথা থাকলেও নিচ্ছেন ২০ টাকা, পিক-আপ ভ্যান থেকে ২০ টাকা করে নেওয়ার কথা থাকলেও নিচ্ছেন ৫০ টাকা, ট্রাকের কথা ডাকের কাগজে উল্লেখ না থাকলেও ট্রাক থেকে নিচ্ছেন ৮০ থেকে ১০০ টাকা পিক-আপ ভ্যান ও ট্রাকের রসিদ বানিয়ে। সিএনজি চালক আবুল কালাম, দুলাল, বিল্লাল, সিরাজ ও ইজিবাইক চালক কাশেম, মাহাবুল, আক্কাস বলেন, ভাজান এই জিবি’র টাকা গুলি না থাকলে কতোইনা ভালো হতো কোন কোন সময় ২/৩ বার করেও জিবি’র টাকা দিতে হয় আমাগো এমপির ঘোষণা মোতাবেক যদি এই জিবিটা উঠিয়ে দিতো তাইলে আমরা অনেক ছাড় পাইতাম, আমাগোর লাইগা খুব ভালা হইতো আপনারা কিছু করেন ভাজান এইসব চান্দাবাজদের জন্যে। আমাগো এমপির লাইগা অনেক দোয়া করতাম। উক্ত বিষয় ইজারাদারদের সাথে কথা বলতে গেলে বলেন, আমাদের বছরের ডাক এমপি সাহেব যখন নিষিদ্ধ করেছেন সে আমাদের টাকা গুলো দিয়ে দিক তাহলে আমরা স্ট্যান্ড এর জিবি বন্ধ করে দিব।

উল্লেখ যে জিবি’র নামে চাঁদাবাজী যদি বৈধ হয় তাহলে দেবিদ্বার উপজেলার এমপি কি সরকার বিরোধী কাজ করেছেন? সারা দেশের পুলিশ, র‍্যাবসহ প্রশাসনের লোকেরা চাঁদাবাজদের ধরে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করছেন এটা কি তাহলে বেআইনী? ইউএনওর রসিদের ডাক থাকলে ইউএনও কেন মাঝে মাঝে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করেন? ইউএনও ডাক থাকলে কেন উপজেলা পরিষদের নামে রসিদ বানিয়ে এইসব চাঁদাবাজী করা হয়? কেন উপজেলা নির্বাহী অফিসারের ডাক উল্লেখ করা হয় না? রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইসব চাঁদাবাজীর করা হয় স্ট্যান্ডে স্ট্যান্ডে সচেতন রাজনৈতিকবিদেরা এইসব উচ্ছেদ এর দাবী জানালেও তেমন কোন কার্যকারিতা নেই।

Leave a Reply

Your email address will not be published.