কুমিল্লার সাংবাদিক হাবিব আল-জালালের জানাযা ও দাফন সম্পন্ন

অন্যান্য

এম আর রানা :
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালাল (৫৫) তিনি কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে না ফেরার পথে চলে গেলেন । তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সোমবার গ্রামের বাড়ি বলরামপুরে জানাযা শেষে
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় । তার মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লার
সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন রিপোটার্স ইউনিটির সভাপতি ওমর ফারুক তাপস, প্রথম আলোর ফটো সাংবাদিকএম এ সাদেক, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ লাভলু, বুড়িচং যুগান্তর প্রতিনিধি হারুনুর রশিদ, সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি হাজি দেলোয়ার হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম, ডাক প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আখতারুজ্জামান, স্টাফ রিপোর্টার নরুল ইসলাম, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মজুমদার,কুমিল্লা ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের আহবায়ক ও জাগর নিউজ বিডির সদর প্রতিনিধি মোঃ এম আর রানা, প্রমুখ

Leave a Reply

Your email address will not be published.