কুমিল্লার সদর দক্ষিণে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অন্যান্য

এম শাহীন আলম :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিজয়পুর মহিলা কলেজ হলরুমে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল ,কেটিসিসিএ. ভাইস চেয়ারম্যান মোঃ জুনায়েদ শিকদার তপু,সদর দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মালেক, অনুষ্ঠানে অতিথিরা বলেন দেশে বর্তমানে ১ লাখ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য রয়েছে। সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন প্রায় ১৪ হাজার ৫৪ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৩২ কোটি টাকা। এসব সমবায়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮ লাখ ২৬ হাজার ৭৩৮ জন লোকের কর্মসংস্থান হয়েছে । কর্মসংস্থান স্বাবলম্বী করতে হলে সকলকে সমবায় নিয়মে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.