কুমিল্লায় কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রবিউল’কে শোকজ

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মোহাম্মদ রবিউল আলম কে শোকজ নোটিশ (স্বারক নং উপ.স্বাঃ ও প.প.অ/লালমাই/২০২২/১৬৮) করা হয়েছে। ১৪ আগস্ট দুপুরে লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রওনাক জাহান এই শোকজ নোটিশ দেন। নোটিশের জবাব দিতে অভিযুক্ত কে তিন কার্যদিবসের সময় দেওয়া হয়েছে।
স্যাকমো রবিউল কে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৪/০৮/২০২২ইং (রোববার) সকাল ১০.৪১টায় আপনি কর্মস্থলে উপস্থিত হন। অফিসের নির্দিষ্ট সময়ে আপনি কর্মস্থলে উপস্থিত হন নাই। অফিসের নির্দিষ্ট সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার কারনে চিকিৎসা সেবা নিতে আসা কতিপয় ব্যক্তি আপনাকে রুমে উপস্থিত পায় নাই। অতঃপর চিকিৎসা সেবা প্রত্যাশী নিন্ম স্বাক্ষরকারীকে উক্ত বিষয়টি এই মর্মে অবগত করেন। নিন্মস্বাক্ষরকারীর কাছ থেকে কোন পূর্বানুমতি না নিয়ে এইভাবে অফিসের নির্দিষ্ট সময়ের পরে অফিসে আসা মোটেও কাম্য নয়। কর্তৃপক্ষ কে না জানিয়ে বিলম্বে অফিসে আসার কারনে চিকিৎসা সেবা প্রত্যাশীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ খ্রিঃ এর সংশোধিত ২০১৮ খ্রি: এর পরিপন্থী। আপনার এহেন অনুপস্থিতির কারনে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হইবে না তাহার সুস্পষ্ট জবাবপত্র নোটিশ জারির ৩ (তিন) কর্মদিসবের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিন্ম স্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করিবার জন্য নির্দেশ দেওয়া হইল।

Leave a Reply

Your email address will not be published.