কুমিল্লায় ইউপি নির্বাচনের তফশিল ঘোষণার আগেই প্রার্থীর শোডাউন!নেই স্বাস্থ্যবিধি

অপরাধ

তাসকিন মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে, যার তফশিল এখনও ঘোষিত হয়নি।

নির্বাচনী তফশিল ঘোষণা না হলেও শনিবার শোডাউন করেছেন সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউপি প্রার্থী সিরাজুল ইসলাম লিটন।প্রার্থী স্বাস্থ্যবিধি অমান্যের প্রকাশ্য মহড়া দিয়ে হাজার কর্মী সমর্থক নিয়ে ওই ইউনিয়নে প্রদক্ষিণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন।এ সময় তার সমর্থনে নানা স্লোগান দেয় সমর্থকরা।

এদিকে এমন শোডাউনের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এলাকায়।

এলাকাবাসীরা জানায়,এই প্রচারণায় প্রার্থী যেমন স্বাস্থ্যবিধি মানছেন না,তেমনি কর্মী সমর্থকেরাও। অন্য সকল ক্ষেত্রে প্রশাসন স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ ও বাধ্য এবং ক্ষেত্রবিশেষে নানা দণ্ড দিলেও এক্ষেত্রে নির্বিকার।সামাজিক দূরত্ব মানা ত দূরের কথা মাস্কের বিষয়টিই যেন অজানা তাদের কাছে। প্রশ্নরেখে এলাকাবাসীরা আরও বলেন,এমন অবস্থায় মানুষকে যে ঝুঁকির মুখে ফেলছে সেটার দায় কে নিবে?যেখানে আজ কোভিড আক্রান্ত হয়ে কুমিল্লায় ১জন মারা যাওয়ার পাশাপাশি ৮জন আক্রান্ত হয়েছেন।

এ ব্যাপারে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার মুঠোফোনে জানান,মূলত তফশিল ঘোষণার আগে এ ধরনের শোডাউনে আমাদের করার কিছু নেই।তবে আমাদের সবাইকে স্বাস্থ্যববিধির বিষয়ে সচেতন হতে হবে অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published.