এবার মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যে আসছে জন্মনিয়ন্ত্রণ পিল

স্বাস্থ্য

স্বাস্থ্য ডেস্ক :
এতোদিন শুধু জন্ম নিয়ন্ত্রণের জন্যে মেয়েদের ওষুধের ব্যবস্থা ছিল। পাশাপাশি পুরুষদের জন্যে ইনজেকশনসহ অপারেশনের ব্যবস্থা কিন্তু এবার পুরুষের জন্যে আসছে জন্মনিয়ন্ত্রণ পিল।  

এরই মধ্যেই মানবশরীরে নিরাপত্তা সংক্রান্ত প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই পুরুষ পিল। যাকে বলা হচ্ছে, ১১ -বেটা-এমএনটিডিসি

পরীক্ষামূলক ভাবে ৪০ জন পুরুষের উপর তা প্রয়োগ করা হয়েছিল। অভাবনীয় সাফল্য মিলেছে। পুরুষ পিল প্রস্তুতকারী ড্রাগ কোম্পানির দাবি, ২৮ দিনের ফেজ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

জানা গিয়েছে, এই পিলে পুরুষদের কামশক্তি বজায় থাকলেও, শুক্রাণুর উত্‍‌পাদন সাময়িক কমিয়ে দেয়। ফলে, সেক্সে গর্ভধারণের সম্ভাবনা থাকে না।

Leave a Reply

Your email address will not be published.